JurnBD.Com বাংলা ভাষায় প্রকাশিত একটি অনলাইন ম্যাগাজিন। যেখান থেকে মানুষ ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য, লাইফস্টাইল, ধর্ম, ইতিহাস ইত্যাদি সহ আরো বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এমন বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে সক্ষম।

জার্নবিডি(JurnBD.Com) এর অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বের সামনে বাংলা ভাষাকে বিশেষ মর্যাদায় উন্নিত করা। ইন্টারনেট জগতে বাংলার তথ্য ভান্ডার আরো সমৃদ্ধ করা। এবং মানুষ কে প্রযুক্তির শক্তি সম্পর্কে অবগত করা।

এই ম্যাগাজিন এর সকল কন্টেন্ট একদম সহজ ভাবে উপস্থাপন করা হয়। যাতে একজন মানুষ; যিনি প্রযুক্তিতে একদম নতুন, যার প্রযুক্তি কিংবা কন্টেন্ট এ উল্লেখিত বিষয় সম্পর্কে পূর্ব জ্ঞান নাও থাকে তবেও তার বুঝতে কোনো রকম অসুবিধায় পড়তে হবে না।

Email: admin@jurnbd.com

Leave a message