এন্টি এজিং বিভিন্ন ক্রিম বাজারে কিনতে পাওয়া যায়। তবে নিজেই চাইলে ঘরে বসে বয়সের ছাপ ঢাকার এই ক্রিম তৈরি করা যায়।
এই ক্রিম তৈরি করতে যা লাগবে: আমন্ড অয়েল ১/৪ কাপ, নারকেল তেল ২ টেবিল চামচ, ভিটামিন ই অয়েল আধা চা চামচ, শিয়া বাটার ১ টেবিল চামচ ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল।
যেভাবে করবেন: একটি পাত্রে পানি হালকা গরম করুন। অন্য কাচের পাত্রে সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। কাচের পাত্রটি গরম পানির মধ্যে বসান। চুলা বন্ধ করে দিন। গরম পানির ভাপে সব উপকরণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার খুব ভালো করে মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করুন। ত্বকের তারুণ্য ধরে রাখতে রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে এই ক্রিম ব্যবহার করুন। একমাস পর আবার তৈরি করে নিন।